প্লাস্টিক দূষণ বর্জন করি, পরিচ্ছন্ন টাঙ্গুয়া গড়ি”
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫
- সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিখ্যাত
- রামসার সাইট খ্যাত জীববৈচিত্র্যে ভরপুর টাঙ্গুয়ার হাওর রক্ষায় ” প্লাস্টিক দূষণ বর্জন করি, পরিচ্ছন্ন টাঙ্গুয়া গড়ি” এই স্লোগানে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ ফেব্রুয়ারি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড মোহাম্মদ ইলিয়াস মিয়া উপস্থিতি ছিলেন।
- প্রায় শতাধিক স্কুল শিক্ষার্থী আজকের এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করে পরিচ্ছন্ন টাঙ্গুয়ার হাওর গঠনে অঙ্গীকার করেন।পর্যটন সমৃদ্ধ হাওরে প্রতি বছর প্রায় ৫ লক্ষাধিক পর্যটক এখানে ভ্রমনে আসেন। প্লাস্টিক বর্জ্যসহ নানান রকম মানববর্জ্যে হাওর দূষিত হচ্ছে। দূষণ প্রতিরোধে সকলকে আরো সচেতন হতে হবে। জীববৈচিত্র্য রক্ষা করেই পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে হবে।
- তাছাড়া জেলা প্রশাসক মহোদয়ের বিশেষ উদ্যোগে সিলেট বন বিভাগের সহযোগিতায় ৩০ হাজার হিজল, করচ বৃক্ষ টাংগুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় রোপন করা হয়।