• ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে অটোরিকশা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৬

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫
জগন্নাথপুরে অটোরিকশা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৬

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

আজ বুধবার বিকেল ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ হবিগঞ্জের উমেতনগর গ্রামের রাকেশ রায় (৭৫))। প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুরগামী যাত্রীবাহী অটোরিকশা ও রানীগঞ্জগামী ইজিবাইকটি মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ওই বৃদ্ধ মারা যান। এতে অটোরিকশা ও ইজিবাইকের চালক, নারী-শিশুসহ ৬ যাত্রী আহত হয়েছেন। আহতের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সংঘর্ষে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।