• ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ সদরে স্থাপনের দাবীতে স্মারক লিপি প্রদান।

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ সদরে স্থাপনের দাবীতে স্মারক লিপি প্রদান।

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ সদরে স্থাপন করার দাবীতে আজ জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করেছেন নেতৃবৃন্দ । এ সময় উপস্থিত ছিলেন

বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি)স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি জনাব এডভোকেট রবিউল লেইস রোকেস, যুগ্ম আহবায়ক অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, সদস্য সচিব বিএনপি নেতা মো: মুনাজ্জির হোসেন সুজন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি জেলা পিপি মল্লিক মঈনুদ্দিন সুহেল, জেলা বিএনপি সদস্য সাবেক চেয়ারম্যান আকবর আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পারভেজ আহমেদ,জেলা বিএনপি সদস্য আতম মিছবা, সাইফুল্লাহ হাসান জুনেদ, তাহিরপুর উপজেলা সাবেক চেয়ারম্যান আনিসুল হক, সুনামগঞ্জ খবরের সম্পাদক পঙ্কজ দে, জেলা সিপিবি’ র সভাপতি এনাম আহমদ,জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এডভোকেট খলিল রহমান, সড়ক পরিবহন মালিক সমিতির নেতা মুর্শেদ আলম, সাংবাদিক দেওয়ান গিয়াস বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইমনুদ্দোজা, ক্রিড়া সংগঠক আজিজুর রহমান সৌরভ, রাহুল, শান্ত প্রমূখ।