সুনামগঞ্জ প্রতিনিধি:
বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান এর দিক নির্দেশনায় বিশ্বম্ভরপুর থানার এসআই মনিরুল মুন্সী, এএসআই/মোবারক হোসেন, এএসআই/জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ধর্মপাশা থানা পুলিশের সহায়তায়, সিআর ৪২/১৩ (বি/পুর) সংক্রান্তে ১৫ মাসের সশ্রম কারাদন্ড এবং সিআর ০৩/১৬ সংক্রান্তে ৩ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী বাচ্চু মিয়া পিতা-মৃত লাল মিয়া, স্থায়ী: গ্রাম- শিলডোয়ার, থানা- বিশ্বম্ভরপুর, জেলা–সুনামগঞ্জকে গ্রেফতার করেন তাছাড়াও বিশ্বম্ভরপুর থানার এএসআই মোঃ সাইফুদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর ৩২/২১(বিশ্বঃপুর) এর ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৭ (সাত)দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী মোঃ আব্দুর রশিদ (৪৪), পিতা-মোঃ আব্দুর রহমান, সাং-কাপনা, থানা-বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ কে গ্রেফতার করা হইয়াছে, গ্রেফতারকৃত আসামীদেরকে যথা সময়ে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।