• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

শহীদ জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে আমেরিকা প্রবাসী বিএনপি নেতা হোসেন পাঠান বাচ্চুর উদ্যোগে শীত শীত বস্ত্র বিতরণ।

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫
শহীদ জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে  আমেরিকা প্রবাসী বিএনপি নেতা হোসেন পাঠান বাচ্চুর উদ্যোগে শীত শীত বস্ত্র বিতরণ।

সুনামগঞ্জ প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও আমেরিকার নিউ জার্সি স্টেট এর সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চুর উদ্যোগে তার দেশের বাড়ি সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া গড়পাড়ার বাড়িতে ২০ জানুয়ারি দুপুর ১২ টায় শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। হোসেন পাঠান বাচ্চুর সহধর্মিনী আমেরিকার নিউ জার্সি স্টেট বিএনপির সাধারণ সম্পাদিকা হাসিনা পাঠান হেপী ও তার পুত্র জারিফ পাঠান রোমো অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র তুলে দেন।

এসময় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শান্ত। বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান সৌরভ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম উদ্দিন, কৃষকদল নেতা নুরুল ইসলাম, ছাত্র দল নেতা শাহ রাহুল, সাদেক পাঠান, জুলহাস পাঠান, ফরহাদ পাঠান প্রমুখ।

হাসিনা পাঠান বলেন, আমার স্বামীর উদ্যোগে আজ বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে আসহায় দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করলাম। আগামীতে ও আরো কর্মসূচি নেয়ার ইচ্ছা আছে। আমেরিকাতে ও আমরা নানা ভাবে মানুষের কাজে আসি।