• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রজব, ১৪৪৬ হিজরি

রোটারি ক্লাব অফ সিলেট ইম্পেরিয়াল এর বিনামূল্যে মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং শীতবস্ত্র বিতরণ।

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫
রোটারি ক্লাব অফ সিলেট ইম্পেরিয়াল এর বিনামূল্যে মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং শীতবস্ত্র বিতরণ।

সুনামগঞ্জ প্রতিনিধি:

১৯শে জানুয়ারি সকাল ১০ টায় গোলাপ গঞ্জ উপজেলার আছিরগঞ্জে রোটারি ক্লাব অফ সিলেট ইম্পেরিয়াল আয়োজিত

বিনামূল্যে ১৫০ জন অসহায় দুঃস্থ মানুষের মধ্যে মা ও শিশু স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ এবং ৮০ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহতি এই কাজে প্রজেক্ট চেয়ারম্যান রোটারি য়ান বাহারউদ্দিন সভাপতিত্ব করেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট হাসান কবির চৌধুরী, ক্লাব সেক্রেটারি মোহাম্মদ আখতার হোসেন লাহিন,

ক্লাব মেম্বার কাওছার আহমেদ,

মা ও শিশু স্বাস্থ্য সেবায় সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন ডাক্তার সুকমল রায়, নার্স হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফুল ইসলাম, শিমু জাহান,মোসাদ্দিকা আক্তার, এবং দীপা দাস টুনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশিয়ারা হাসপাতাল আছিরগঞ্জের ডাক্তার আব্দুল গফুর সাহেব, বুরহান উদ্দিন( সমাজসেবক ), আব্দুল মুমিত ( ১ নং ওয়ার্ড ইউপি সদস্য ) বাদেপাশা ইউনিয়ন, মইনুল হক, হেলাল আহমেদ, ( সাবেক সভাপতি আছিরগঞ্জ ক্রীড়া সংস্থা), কামরান আহমেদ, খোরশেদ আলম, মুজিবুর রহমান, মইনুল ইসলাম লাল, তানভীর আহমেদ।

রোটারিয়ান পিপি হাসান কবির চৌধুরী উনার মূল্যবান বক্তব্যের শুরুতেই লজিস্টিক ভাবে সাপোর্ট করার জন্য পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর বেলাল উদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।কৃতজ্ঞতা জানান সীমান্তিক ক্লিনিকের প্রিন্সিপাল পিংকি চৌধুরীর প্রতি, কৃতজ্ঞতা জানান সীমান্তিকের কাজী হুমায়ুন স্বপন ভাইয়ের প্রতি।

রোটারিয়ান দের মত বিত্তশালী ব্যক্তিবর্গ প্রত্যেকের নিজ নিজ এলাকায় এ ধরণের সমাজ সেবামূলক কাজের জন্য আহ্বান করেন।