• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভারতে সুপারী পাঠাতে গিয়ে বি এস এফের গুলিতে প্রাণ গেল যুবকের।

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫
ভারতে সুপারী পাঠাতে গিয়ে বি এস এফের গুলিতে প্রাণ গেল যুবকের।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে অবৈধ ভাবে ভারতে সুপারি পাঠানোর সময় ভারতের সীমান্ত রক্ষী বি এস এফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন এক যুবক। সে উপজেলার ধনপুর ইউনিয়নের গামারতলা পূর্ব খাসপাড়া এলাকার জয়নাল আবেদীনের পুত্র সাইদুল ইসলাম (২৫)। বুধবার সন্ধ্যার পর সে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে সুপারী পাঠানোর চেষ্টা করলে বি এস এফ তাকে গুলি করে। সাথে সাথে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানান, বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায় নি। এজন্য মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পরবিস্তারিত জানা যাবে।