• ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার তাপশ রঞ্জন ঘোষের যোগদান।

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার তাপশ রঞ্জন ঘোষের যোগদান।

সুনামগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন অতিরিক্ত পুলিশ সুপার এর দুটি পদ শুন্য থাকার পর সুনামগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সরকার একজন কে পদায়ন করেছেন।

সুনামগঞ্জ জেলার নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ যোগদান করেছেন । রবিবার, ৫ জানুয়ারি . সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন।

 

এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এর আগে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত ছিলেন। তিনি ৩০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১২ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হিসেবে সুনামগঞ্জে ও সুনামের সাথে চাকরী করেছেন।