সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে ৩১ লক্ষ টাকার নানা অবৈধ পণ্য আটক করেছে।
রবিবার (৫ জানুয়ারি ) রাতের বিভিন্ন সময়ে সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে এসব অভিযান পরিচালনা করে বিজিবি জোয়ানরা ।
অভিযানে ভারতীয় মদ ৩৫৭ বোতল,চিনি ৪২২৭ কেজি,গরু ৫ টি,কয়লা ১০০০ কেজি,কমলা ৩০০ কেজি,ফুসকা ৩৫০ কেজি সহ ১ টি পিকআপ আটক করা হয়েছে।
এসব আটককৃত অবৈধ মালামালের মোট মূল্য আনুমানিক ৩১ লক্ষ, ৫ হাজার, ২শ ৮০ টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত অবৈধ মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল শুল্ক কার্যালয়ে জমা করা হব।