• ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রজব, ১৪৪৬ হিজরি

সাংবাদিক মুনসুর রহমানকে হুমকির নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪
সাংবাদিক মুনসুর রহমানকে হুমকির নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির

সাতক্ষীরা প্রতিনিধি:

ইতিহাস-ঐতিহ্যের সাথে মিশে আছে সাতক্ষীরা সরকারি কলেজ। এই কলেজের প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের নিবন্ধন ফি পুনঃবিবেচনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এরই জেরে গত ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২৪ হোয়াটস্ অ্যাপ গ্রুপ প্লাটিনাম জুবিলি আইডি… থেকে অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মো: মুনসুর রহমানকে মারপিটসহ খুন জখমের হুমকি দিয়েছেন অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হুমকিদাতাদের চিহ্নিতপূর্বক আইনুযায়ী উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়ে রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪) সংবাদপত্রে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তারসহ নাসির উদ্দিন, পান্না, আকবর হোসেন, রেজাউল ইসলাম, আশরাফুল, আলমগীর হোসেন, শামছুর রহমান, মাহফুজা খাতুন প্রমূখ।