• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রক্তের দাগ এখনো শুকায়নি তবুও ভালবাসার কমতি নেই রুহেল ও হুসেনের

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৪
রক্তের দাগ এখনো শুকায়নি তবুও ভালবাসার কমতি নেই রুহেল ও হুসেনের

বিবিএন ডেস্ক: জগন্নাথপুর উপজেলায় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবাব মিয়ার ও জগন্নাথপুর পৌর আওয়ামীলীগ সভাপতি ইকবাল ভুঁয়ার ছোট ভাই মকবুল ভুঁইয়া কে নিয়ে প্রচুর ভালবাসায় ব‍্যাস্থ আমাদের প্রবাসী নেতার। তিনি স্বেচ্ছাসেবক দলে সদস‍্য সচিব হয়েই চলে যান ইতালীতে দুবছরের অধিক সময়ে তিনি একটা ইউনিট কমিটিও গঠন করেননি এখন এসে প্রবাসী নেতাকে এমপি বানাতে ফ‍্যাসিষ্টদের পুর্ণবাসন করছেন। তিনি নাসিম হোসেন রুহেল এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক হোসেন।

দলের সবাই জানেন তোমরা দল বড় করবে ভাল কথা নিরপেক্ষ লোক বাড়াও দলের নিষ্ক্রিয়দের সক্রিয় কর। কিন্তু ফ‍্যাসিষ্টদের কেন?

দলকে শক্তিশালী করতে শেষমেশ ফ‍্যাসিষ্ট আওয়ামীলীগের দারস্থ হতে হল তোমাদের এতই অভাব কর্মির?

উল্লেখ্য স্বেচ্ছাসেবক দলের সদস‍্য সচিব নাসিম হোসেন রুহেল বংশগত আওয়ামীলীগ।

সে নিজেও এসময় আওয়ামীলীগের সমর্থক ছিল।

বিএনপি কর্মি সে কখনও ছিল ছাত্র নেতা বলে নিজেকে জাহির করে।সাধারণ নেতাকর্মীদের প্রশ্ন আদৌ কি তার একাডেমিক সার্টিফিকেট আছে বা ছিল?