• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিজিবির হাতে দুই যুবক আটক।

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৪
সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিজিবির হাতে দুই যুবক আটক।

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবক কে আটক করেছে বিজিবি।

 

বুধবার মধ্যরাতে আন্তর্জাতিক সীমারেখা ১২১০/৪-এস এর সন্নিকটে জিগাতলা এলাকা থেকে তাদের আটক করে চিনাকান্দি বিওপি টহলদল।

 

আটককৃত রাসেল মিয়া (২৪) বিশ্বম্ভরপুর উপজেলার শিলডোয়ার গ্রামের কাদির মিয়ার ছেলে। তার সঙ্গী মোবারক হোসেন (২৫) একই উপজেলার রাজাপাড়া গ্রামের সূলতান মিয়ার ছেলে।

 

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির তথ্য নিশ্চিত করে বলেন, চোরাচালানের উদ্দেশ্য অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একলাখ এক হাজার ১শ ৮৭ টাকা জব্দ করা হয়। তাদের বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়।