• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে সংঘর্ষে আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪
ছাতকে সংঘর্ষে আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ছাতক প্রতিনিধি:

ছাতকের পল্লীতে গরু বাঁধাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আরিফ উদ্দিন নামের ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।

মঙ্গলবার বিকেল ৫ ঘটিকার সময় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

 

জানাযায় গতকাল ২ডিসেম্বর সকালে গরু বাঁধাকে কেন্দ্র করে গ্রামের আরিফ উদ্দিন ও আখলুছ আলীর সাথে কথা কাটাকাটি হয়। এঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহতবস্থায় আরিফ উদ্দিনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৫ঘটিকার সময় হাসপাতালে তিনি মারা যান।