• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইবি’র ৩ শিক্ষার্থীর মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪
পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইবি’র ৩ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পিকনিক যাওয়ার পথে বিআরটিসির দোতলা বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন শিক্ষার্থী।

 

আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার উদয়খালী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা ছয়টি বাসে শ্রীপুরে এক পিকনিক স্পটে যাচ্ছিলেন। পথে উপজেলার উদয়খালী এলাকায় দোতলা বাস ঘোরানের সময় ওপরে বিদ্যুতের তার থেকে গাড়ির ভেতরে ধোঁয়া উঠতে থাকে। এ সময় তিন শিক্ষার্থী মারা যায়। গুরুতর আহত হন আরও কয়েকজন।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।