বিবিএন ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আল আমিন (২৮) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
আজ রোববার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আলি আমিন ওই গ্রামের আওয়াল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে জানান, প্রতিদিনের ন্যায় বাড়ির উঠানে ব্যাটারি চালিত ইজিবাইক চার্জে লাগানো ছিল। রোববার সকালে অসাবধানতা বশত ওই চালকের শিশু সন্তান ইয়াসিন মিয়া (৫) বিদ্যুৎস্পৃষ্ট হলে; ছেলেকে বাঁচতে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ইজিবাইক চালকের বাবা আওয়াল মিয়া জানান, ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট দেখে আল আমিন তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাঁর ছেলের চিকিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আখন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারো কোন অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।