নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছে আদালত।
বয়স ও অসুস্থ বিবেচনায় বৃহস্পতিবার দুপুরে আদালত তার জামিন মঞ্জুর করে বলে জানিয়েছেন মানিকের আইনজীবীরা।
গত ৭ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাবের একটি দল পাঁচ বারের সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে।
গত ৪ অগাস্ট সুনামগঞ্জ শহরের বাস স্টেশনে ছাত্র-জনতার ওপর হামলায় দায়ের করা মামলার ৩ নম্বর আসামি মুহিবুর রহমান মানিক।
গ্রেপ্তারের পরের দিন সুনামগঞ্জ সদর থানায় আনা হয় তাকে। পরে গত ৯ অক্টোবর থানা থেকে তাকে আদালতে নেওয়া হয়।
সেখানে দ্রুত বিচার আদালতের বিচারক না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক হাকিম মোহাম্মদ আলমগীর।
পরে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে গত ২০ অক্টোবর শুনানি শেষে আদালত মানিকের দুই দিনের রিমান্ডে দেন।
৭ নভেম্বর আবারও আদালতকে মানিকের অসুস্থতার কথা জানান, তার আইনজীবীরা।
আইনজীবী নজরুল ইসলাম শেফু বলেন, “আমরা আদালতকে জানিয়েছি, জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ, পাঁচ বারের সংসদ সদস্য মানিক চোখে দেখতে পান না। এ ছাড়াও অন্য রোগেও ভোগছেন তিনি। তার জামিন প্রয়োজন। আদালত তার জামিন মঞ্জুর করেছেন। ”