• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুর ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪
জগন্নাথপুর ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে ১০০টি ইয়াবা ট্যাবলেট সুমন মিয়া (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ সোমবার (৪ নভেম্বর) গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সুমন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে।

 

 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আখন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গতকাল রোববার রাতে রানীগঞ্জ এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩০ হাজার টাকা। আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।