• ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মুসলমান নাগরিক সমাজের কল্যাণে মানববন্ধন ও সমাবেশ।  

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪
মুসলমান নাগরিক সমাজের কল্যাণে মানববন্ধন ও সমাবেশ।  

সুনামগঞ্জ প্রতিনিধি :

দেশ ও জাতির সার্বিক কল্যাণে ৮দফা দাবীতে মুসলমান নাগরিক সমাজ সুনামগঞ্জের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) মানববন্ধনে মুসলমান নাগরিক সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. এমদাদুল হক মাস্টার, মো. মোশাররফ হোসেন, মো. মহিবুর রহমান খালেদ, মো. সিরাজুল ইসলাম, মো ফারুক আহমদ, মির্জা মোহাম্মদ শামসুর রহমান রিপন, মো. সাদিকুর রহমান দিদার, মো. এমরানুল হক চৌধুরী, মো. শামসুল আলম আখঞ্জী, মো. নুর মোহাম্মদ লাবিব প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, পবিত্র কুরআন সুন্নাহের ভিত্তিতে সংবিধান সংস্থার, ভারত ও হিন্দুত্ববাদের তোষণ বন্ধ, পাহাড়ে উপজাতিদের নিয়ে পৃথক রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র বন্ধ, বিশ্বের যেকোনো প্রান্তে মুসলমান নির্যাতন হলে রাষ্টীয়ভাবে প্রতিবাদ করার দাবি জানান বক্তারা।

বক্তারা মুসলমানদের বাকস্বাধীনতা নিশ্চিত করা সহ দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ ও চিকিৎসা সেবার উর্ধগতি হ্রাস করা এবং জনগণের জীবন মানের উন্নয়ন করার দাবি জানানো হয়।