• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত। 

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত। 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের আয়োজনে ও বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় সিভিল সার্জন জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সমর কুমার পাল।

 

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার মহিবুল্লাহ আকন, নাহিদ নিয়াজ শিশির, সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট রুকন উদ্দিন মোল্লা, বিশ্বজনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার, কামরুজ্জামান কামরুল, কুদরত পাশা, প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সাধারণ সম্পাদক ওবায়দুল হক। অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট ও ব্লাডলিং সুনামগঞ্জের সদস্য রা উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা সুনামগঞ্জে হাসপাতাল ও ক্লিনিকে রক্তদান সহজিকরণ করার বিষয়ে দাবি জানান।

 

আলোচনা সভা শেষে পুরাতন বাস্টেন এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।