• ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

১৭ বছর পর বড়ছড়া জয় বাংলা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন।

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া জয় বাংলা বাজার বণিক সমিতির ১ম নির্বাচন সম্পন্ন হয়েছে ৩০ অক্টোবর ।

 

 

 

বড়ছড়া জয়বাংলা বাজার বণিক সমিতির ২৩৬ জন ভোটার রয়েছেন।

 

উক্ত নির্বাচনে সভাপতি পদে আব্দুল আহাদ আনারস প্রতীকে নির্বাচিত হয়েছেন।

,সাধারণত সম্পাদক পদে আলী আহম্মদ সিকদার মোরগ প্রতীকে নির্বাচিতহয়েছেন।

,সাংগঠনিক সম্পাদক পদে ,সোহেল খন্দকার দেয়াল ঘড়ি প্রতীকে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ি হাজী আলী হায়দার। সহকারী কমিশনার মিজানুর রহমান,শাহাজ উদ্দিন। আপিল বিভাগের প্রধান কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন হোসেন আলী, সহকারী নুর আলী সিকদার প্রমুখ।