• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-কয়ছর এম আহমদ

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-কয়ছর এম আহমদ

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে সুনামগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে । গতকাল মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি ১৭ বছর পর দেশে ফেরা এই নেতাকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় কয়ছর বলেন, ছাত্রজনতার রক্তাক্ত আন্দোলনের মধ্যদিয়ে দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। এখন দেশকে পুর্নগঠনের সময়। আমাদের নেতা তারেক রহমান দেশ গঠনের লক্ষ্যে শীঘ্রই দেশে ফিরবেন। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সতর্ক থেকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মল্লিক মইন উদ্দিন সোহেল, মাসুক আলম, নাদের আহমদ, শেরেনূর আলী, সেলিম উদ্দিন আহমদ, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েস, জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক, সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন, জেলা স্বেচ্ছাছাসেক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।