• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ধোপাজান নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলনের অন্যতম হোতা বাবুল গ্রেফতার।

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪
ধোপাজান নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলনের অন্যতম হোতা বাবুল গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জ জেলা পুলিশ ও ডিবির অভিযানে রবিবার সন্ধ্যায় অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন কারী সিন্ডিকেটের অন্যতম হোতা বাবুল মিয়া নামক এক ব্যক্তি কে গ্রেফতার করেছে। এর আগে অন্যতম আরেক হোতা নিজাম কে ও গ্রেফতার করেছে।

দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ধোপাজান নদীর বালু-পাথর লুটপাঠ করছে একটি শক্তিশালী সিন্ডিকেটের সদস্য গণ । রবিবার রাতে সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান সুনামগঞ্জ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। বাবুলের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। পুলিশ সুপার আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট সরকারের লোকজন কে অর্থ দিয়ে সাহায্য সহ নানা কর্ম কান্ড করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জাহিদুল ইসলাম খান, সদর থানার ওসি নাজমুল হক।