• ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর উদ্দিন গ্রেফতার।

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪
দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর উদ্দিন গ্রেফতার।

বিবিএন ডেস্ক:

দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামিলীগ নেতা নুর উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২০ অক্টোবর)সকালে দোয়ারাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ আদালতে দায়ের করা একটি

মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

নুর উদ্দিন আহমেদ নরসিংপুর ইউনিয়নের কালাপশী গ্রামের জমির উদ্দিনের পুত্র। তিনি ২ বার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জোর পুর্বক চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অভিযোগ

ছিলো তার বিরুদ্ধে।

 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক,ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমেদকে গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেছেন।