• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪
সুনামগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি :‘হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’ এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি দিবস। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সূচিত্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. তানজিল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নূরুর রব চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী,সুবিমল চক্রবর্তী চন্দন, মিজানুল হক সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে ৮ জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে এক র‌্যালি জেলা কালেক্টরেট এলাকায় প্রদক্ষিণ করে।