• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪
জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা

জগন্নাথপুর প্রতিনিধি:-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, দীর্ঘ ১৭ বছর অবৈধ আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার হরণ করে, কেঁড়ে নেয় মানুষের বাক স্বাধীনতা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী জেল- জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু মাঠ থেকে ছিটকে পড়েননি। জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে পুরো দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪২৩ জন নেতাকর্মী শহীদ হয়েছেন।

বক্তারা বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর নির্বাচনের বাইরে ছিল। দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, ডামি নির্বাচন হয়। কিন্তু দেশ স্বৈরাচার মুক্ত হলে জগন্নাথপুর উপজেলা বিএনপির একটি অংশ স্বৈরাচারী মনোভাব পোষণ করছে। এমনকি গত ৫ জুলাইয়ের পর জগন্নাথপুরে বিএনপি নামধারী এই মহল বিভিন্নভাবে নিজেদের জানান দিচ্ছে। থানায় গিয়ে স্ব স্ব পরিচয় তুলে ধরছে।

গত শনিবার (১২ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্ট সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম এ কয়েছের পরিচালনায় বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আক্তার হোসেন ছাড়া জগন্নাথপুর বিএনপি কখনও সুসংগঠিত হতে পারে না। জগন্নাথপুরের মাটি আক্তার হোসেনের ঘাঁটি। তাঁর নৈতৃত্বে অতীতে জগন্নাথপুর উপজেলায় বিপ্লব সৃষ্টি হয়েছে। আক্তার হোসেনকে অবশ্যই দলে ফেরাতে হবে। অন্যান্য ত্যাগীদেরও দলে ফেরাতে হবে।
বক্তারা আরো বলেন, আগামী নির্বাচনে সুনামগঞ্জ- ৩ ( জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে যে আসবে তার পক্ষে কাজ করতে আমরা সবাই প্রস্তত আছি। তবে অবশ্যই স্বৈরাচারী মনোভাব ত্যাগ করে ত্যাগীদের মূল্যয়ন করতে হবে। জগন্নাথপুর উপজেলায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও বিএনপির শক্ত ঘাঁটিতে পরিণত করতে হল উপজেলা ও পৌরসভার প্রতিটি কমিটি ভেঙে ঢেলে সাজাতে হবে।

বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের কেন্দ্রীয় উপদেষ্টা আবিবুল বারী আয়হান, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা গুলজার আহমেদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জামিল হোসেন গেদন, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলাল হোসেন, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব,

কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম (মেম্বার), আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন বিএনপি নেতা ছায়াদ মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মহসিন মামুর, জেলা যুবদল নেতা গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছায়াদ মিয়া, উপজেলা যুবদল নেতা আব্দুল হান্নান, রিপন মিয়া, শাহ রুমেন, জেলা যুবদল নেতা শামিনুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, উপজেলা যুবদল নেতা ময়নুল ইসলাম, লেবু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি বাবর আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন আহমদ, সামসুজ্জামান শামীম, উপজেলা ছাত্রদল নেতা মুহিত কামালী ।

শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন- উপজেলা স্বেচ্ছাসবক দলের সহ সভাপতি মাসুম আহমেদ।

উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি নেতা হাফেজ কয়ছর আহমেদ, জিতু মিয়া (মেম্বার), সায়েদ আহমদ, সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন বিএনপি নেতা লুলু কামালী, এখলাছুর রহমান তালুকদার নিকসন, দিলু মিয়া, যুবদল নেতা আলী হোসেন, হুমায়ুন মিয়া, আফরোজ আলী প্রমুখ।