• ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে পুলিশের ব্যারিকেড থেকে পালিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান সাহেল

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪
ছাতকে পুলিশের ব্যারিকেড থেকে পালিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান সাহেল

নিজস্ব প্রতিবেদকঃছাতকে লাইভে পরিকল্পনা করে পুলিশের ব্যারিকেড থেকে সুকৌশলে পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেল। আজ মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে পুলিশ তাকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটক করে। এ সময় দায়িত্বে থাকা পুলিশ অফিসারের কাছে কেন তাকে গ্রেফতার করা হবে জানতে চান?তার বিরুদ্ধে কোন ওয়ারেন্ট থাকলে দেখাতে চান।একই সময় সাহেল ফেইসবুক লাইভে এসে উচ্চস্বরে কথা-বার্তা শুরু করেন। লাইভে থেকে এলাকার মানুষকে মসজিদে-মসজিদে মাইকে ঘোষণা দেয়ার কথা বলেন তিনি। তাকে অন্যায় ভাবে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এসব কথা বার্তা লাইভে বলতে থাকেন। থানা পুলিশকে ভয়ভীতি প্রদর্শন এবং লোক জড়ো করে দস্তাদস্তির এক পর্যায়ে পরিকল্পনা অনুযায়ী সুকৌশলে পালিয়ে যান তিনি।

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এবং সেনা বাহিনীর একটি দল পৌঁছায়। কিন্ত এর আগেই ঘটনাস্থল থেকে
পালিয়ে যান ইউপি চেয়ারম্যান সাহেল।

পরে পুলিশ ও সেনা বাহিনীর যৌথ এক অভিযানে ইউপি চেয়ারম্যানকে পালিয়ে যেতে সহযোগীতাকারী ৫ জনকে আটক করতে সক্ষম হয় তারা ।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো.গোলাম কিবরিয়া
হাসান ৫ জন আটকের কথা স্বীকার করে জানিয়েছেন
সুনামগঞ্জ সদর থানায় দায়েরি একটি মামলার আসামি
ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো.সাহেলকে আটক করতে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সাথে সে এবং তার লোক
জনের সাথে বাক-বিতন্ডা ও মারামারির ঘটনা ঘটেছে। একপর্যায়ে আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায়
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।