আতিকুর রহমান ছাতক থেকেঃসুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সদ্য সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, মুহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানাগেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় ৯৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা (নং-৫/২৫৮) দায়ের করা হয়। ওই মামলায় তিনি ৩ নম্বর আসামি। সম্প্রতি ওই মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।র্যাবের হাতে সাবেক এমপি মানিক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান।