• ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভারতে মহানবী (সা:)কে নিয়ে ক`টু`ক্তি করার প্রতি_বাদে, তালামীয ২নং পাঠলী ইউনিয়ন শাখার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত।

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৪
ভারতে মহানবী (সা:)কে নিয়ে ক`টু`ক্তি করার প্রতি_বাদে, তালামীয ২নং পাঠলী ইউনিয়ন শাখার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক:  ভারতে মহানবী (সা:) ও ইসলাম নিয়ে কটুক্তি করায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ২ নং পাটলী ইউনিয়ন শাখা’র পক্ষ থেকে আজ বাদ যোহর রসুলগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রসুলগঞ্জ বাজারের মক্রমপুর সুপার মার্কেটের সামনে এক প্রতিবাদি সভা অনুষ্ঠিত হয়, উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদি সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর তালামীযের সাবেক সভাপতি মাওলানা এনাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক হাফিজ সাবেল আহমদ ও রসুলগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবী জনাব কয়ছর মিয়া সাহেব, বক্তৃতা শেষে মোনাজাত পরিচালনা করেন রসুলগঞ্জ আলিম মাদ্রাসার হিফজ শাখার সম্মানিত শিক্ষক জনাব হাফিজ সানাওয়ার রহমান সাহেব, উপস্থিত ছিলেন ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুন নুর সাহেব, ইউনিয়ন আল ইসলাহ’র দায়িত্বশীল, ইউনিয়ন তালামীযের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নবীপ্রেমি ছাত্ররা ও প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ।