• ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাতক ও দোয়ারাবাজারে বজ্রপাতে তিন জনের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪
ছাতক ও দোয়ারাবাজারে বজ্রপাতে তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ছাতকে সকালে গ্রামের পার্শ্ববর্তী গোয়া বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুন্দর আলী (৪৭) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর
গ্রামের খুশিদ আলীর ছেলে। রবিবার (২৯ সেপ্টেম্বর)
সকালে এ দুর্ঘটনা ঘটেছে। ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বজ্রপাতে একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে স্থানীয় দেখার হাওরে সকাল ৭.০০ ঘটিকার সময় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩৫)
ও নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৬)।পান্ডার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বজ্রপাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দেখার হাওরে মাছ ধরতে গিয়ে তারা বজ্রপাতে মারা গেছেন।