• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে বন্দর গাও ইসলামিয়া দাখিল মাদরাসায় সিরাতুন্নবী(সাঃ) মাহফিল অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৪
ছাতকে বন্দর গাও ইসলামিয়া দাখিল মাদরাসায় সিরাতুন্নবী(সাঃ) মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:ছাতকের নোয়ারাই ইউনিয়নের বন্দর গাও ইসলামিয়া দাখিল মাদরাসায় সিরাতুন্নবী সঃ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৬ শে সেপ্টেম্বর, বৃহস্পতিবারঃ মাহে রবিউল আউয়াল উপলক্ষে বন্দর গাও ইসলামিয়া দাখিল মাদরাসায় সিরাত মাহফিল ও ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তেলাওয়াত, নাশীদ,কবিতা ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহন কারী ছাত্রছাত্রীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।


মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি ছিলেন, শায়েখ মুজিবুর রহমান, খতীব ছাতক সিমেন্ট কোম্পানি কেন্দ্রীয় জামে মাসজিদ ও সহ সভাপতি মজলিসুল মোফাসসিরীন, সুনামগঞ্জ জেলা শাখা। বিশেষ অথিতি হিসেবে উপস্হিত ছিলেন, মাদরাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মুরব্বী, লন্ডন প্রবাসী হাজী আছমত আলী। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, মাদরসার অন্যতম দাতা সদস্য, লন্ডন প্রবাসী মুহাম্মদ সমুজ আলী।

দশম শ্রেণির ছাত্র মোঃ সালমান আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। ম্যানেজিং কমিটির সদস্য ছাড়া ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।