• ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে কমিটি গঠন উপলক্ষে আই বি ডব্লিউ এফের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪
ছাতকে কমিটি গঠন উপলক্ষে আই বি ডব্লিউ এফের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

 

ছাতক প্রতিনিধিঃছাতকে ইন্ডাস্ট্রিয়ালিষ্টস এণ্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ছাতক পৌর শাখার উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর দুপুর ১২ ঘটিকায় ছাতক চিলিস রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই আজাদ এর সভাপতিত্বে ও হুমায়ুন কবিরের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এডভোকেট রেজাউল করিম তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আই বি ডব্লিউ এফ সুনামগঞ্জ জেলা সভাপতি ফরিদ আহমদ, সহ-সভাপতি বদরুল কাদির শিহাব, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মামুন, ছাতক পৌর জামাতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী আলী আসগর সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী আলা উদ্দিন, পেশাজীবী পরিষদ ছাতক পৌর সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথি এডভোকেট রেজাউল করিম তালুকদার ২২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন।

সভাপতি আব্দুল হাই আজাদ, সহ-সভাপতি আলী আজগর সোহাগ, ফয়জুর রহমান, আলাউদ্দিন,কবির আহমদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ,সহ সাধারণ সম্পাদক আবু হেনা তারেক, নাজমুল হোসেন, জাকির হোসেন জুলন ,আক্তার মিয়া, অর্থ সম্পাদক আবু ইউসুফ ইব্রাহিম মোঃ সাদেক, সহ অর্থ সম্পাদক এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী আমজাদ, সহ-সাংগঠনিক আনোয়ার হোসেন, মকবুল হোসেন, প্রচার সম্পাদক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, আন্তর্জাতিক ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলম উদ্দিন, সমাজসেবা বিষয়ক সম্পাদক এরশাদ আলী, দপ্তর সম্পাদক আব্দুল মোহাইমিন, সহ দপ্তর সম্পাদক নাজিমুদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক আজিমুল হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুকনুদ্দিন।

সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি আব্দুল হাই আজাদ বলেন, আল্লাহ তায়ালা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল ঘোষনা করেছেন তাই আমরা যাতে সবাই আল্লাহ তায়ালার ঘোষনা অনুযায়ী হালাল ভাবে ব্যবসা পরিচালনা ও ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীদের সুখে দুঃখে আমরা পাশে দাঁড়াতে পারি এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।