নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম এর নেতৃত্বে সিলেট বিভাগে কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিভাগীয় সফর চলাকালীন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলা জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলীর নেতৃত্বে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেন। ০৯ আগস্ট, সোমবার রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে এ সাক্ষাত হয়। এসময় তারা গণঅভ্যূত্থানে পট পরিবর্তন পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি ও আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ সমৃদ্ধ দেশ ও জাতী গড়ার স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আগামীর সকল যৌক্তিক আন্দোলনে সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস. এম. মনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমাদ উদ্দীন তালুকদার, অর্থ সম্পাদক আতিকুর রহমান সাকের, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুয়াইব আহমদ প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের সিলেট বিভাগীয় প্রতিনিধি দলের সফরে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রতিনিধি আসিফ হোসেন, আফরাজ আল মাহমুদ, সালমান আহমদ রাব্বানী, মো. মোফাজ্জল হোসেন, গোলাম শাফিউল ইসলাম মাহিন, রেদওয়ান আহমদ, আরিফ আহমদ, হেলাল আহমদ।