• ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেশের মানুষ বন্দিদশা থেকে মুক্ত হয়েছেন:কলিম উদ্দিন আহমদ মিলন

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৪
দেশের মানুষ বন্দিদশা থেকে মুক্ত হয়েছেন:কলিম উদ্দিন আহমদ মিলন

নিজস্ব প্রতিবেদক:বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি,সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, দীর্ঘ ১৬ বছর পর দেশবাসীর উপর চেপে বসা পাষাণ সরে গেছে। মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে।ছাত্র-জনতার আন্দোলনে
আজ দেশের মানুষ বন্দী দশা থেকে মুক্ত হয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে স্বৈর শাষক হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনৈতিক
অবস্থা ধ্বংশ করে গিয়েছে তারা। দেশের প্রশাসনিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা,বিচার ব্যবস্থা,নির্বাচন ব্যবস্থা দুর্নীতির মাধ্যমে ধ্বংশ করে দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে
শেখ হাসিনা ও তার সরকারের লোকজন। অনেকেই আবার গ্রেফতার হয়েছেন। দমন পীড়ন,হত্যা-গুম করে শেখ হাসিনার অবৈধ সরকার গোটা বাংলাদেশকে এত দিন একটি অঘোষিত কারাগারে রুপান্তর করেছিল। তাদের জুলুমের হাত থেকে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আলেম-ওলামা কেউ রক্ষা পায় নি। অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনায়।সকলেই এ সরকারকে সহযোগিতা করতে হবে। ছাত্র- জনতার আন্দোলন কখনো বিফলে যেতে দেয়া হবেনা। তিনি কঠোরভাবে হুশিয়ারি উচ্চারণ করে বলেন,বিএনপিতে কোন দখল বাজ-চাঁদাবাজদের স্থান নেই। কারো এমন মনোভাব থাকলে আগ থেকেই সাবধান হওয়া প্রয়োজন। এই
ধরনের কোন কার্যক্রমে কাউকে জড়িত পাওয়া গেলে
দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

কলিম উদ্দিন আহমেদ মিলন ২০২৪ এর ছাত্র-জনতার
আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, আন্দোলনের সময় আহত হাজার-হাজার ছাত্র-জনতার সুস্থতা কামনা করেন তিনি ।

গত শনিবার বিকেলে ছাতকস্থ বিএনপির কার্যালয়ে দোয়ারা বাজার উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়ারাবাজার উপজেলা কৃষক দলের আহবায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান,জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি বাকি বিল্লাহ,সুনামগঞ্জ জেলা মৎস্য জীবী দলের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, দোয়ারা বাজার উপজেলা কৃষক দলের সদস্য সচিব কফিল উদ্দিন,যুগ্ম আহবায়ক আব্দুল হাশেম টেইলার,সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ।

পরে ছাতক সদর ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের বিএনপি ও
জাউয়া বাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সাথেও মত বিনিময় করেছেন কলিম উদ্দিন আহমেদ মিলন।
এ সময় ছাতক সদর ইউনিয়নের জাহেদুল ইসলাম আবাব,তাজুল ইসলাম তালুকদার,আজর আলী মেম্বার
তালেব আলী,নুরুল হক,দিলারা মিয়া,সুনু মিয়া,সায়েক
মিয়া,আমির হোসেন,কবির মিয়া,জালাল উদ্দিন, জফির
মিয়া,লুতফুর রহমান,মিছবাহ উদ্দিন,সোহাগ আহমদ, সাহেদ ইয়াছিন, ওয়ারিদ মিয়া জয়দুল মিয়া,আব্দুল খালিক,সুহেল মিয়া, নুরু মিয়া,খলিল আহমদ,ওয়াজিদ আলী,জাউয়া বাজার ইউনিয়নের আব্দুস সালাম নোমান,সেলিম আহমেদ,আব্দুর রহিম,সায়েদ আহমদ, নবীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।