• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দী লাশ উদ্ধার

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৪
ছাতকে নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দী লাশ উদ্ধার

 

আতিকুর রহমান, ছাতক থেকে:ছাতকে নিখোঁজের দুইদিন পর জিয়াউর রহমান (৪২) নামের এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মহদী গ্রামের প্রণব দাসের বাড়ির পাশের একটি ডোবা থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। সে একই ইউনিয়নের গহরপুর গ্রামের ময়না মিয়ার ছেলে।

জানা যায়, স্থানীয় লোকজন সকালে ডোবায় একটি বস্তার মুখবাঁধা লাশ সন্দেহে ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলকে অবহিত করেন। পরে ওই ইউপি চেয়ারম্যান পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দী অবস্থায় জিয়াউর রহমানের লাশ উদ্ধার করে। নিখোঁজ স্বামীর লাশ সনাক্ত করেন স্ত্রী রানু বেগম।

রানু বেগম জানান, তার স্বামী গত রোববার থেকে নিখোঁজ ছিলেন। তবে কি কারণে তিনি খুন হয়েছেন এ বিষয়ে কোন তথ্য জানা যায়নি। এদিকে, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বস্তাবন্দী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম।