• ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে যৌথবাহিনীর অভিযানে ১ কোটি ৩০ লক্ষ টাকার ভারতীয় পণ্য সামগ্রী আটক

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৪
ছাতকে যৌথবাহিনীর অভিযানে ১ কোটি ৩০ লক্ষ টাকার ভারতীয় পণ্য সামগ্রী আটক

 

আতিকুর রহমান: ছাতক থেকেঃছাতকে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে কাভার্ডভ্যান ভর্তি ১ কোটি ত্রিশ লাখ টাকা মুল্যের ভারতীয় বিভিন্ন ধরণেন মালামাল জব্দ করেছে। মঙ্গলবার ভোরে ছাতক পৌর শহরের আকিজ প্লাস্টিক ফ্যাক্টরী লিমিটেড সংলগ্ন সুরমা নদীর তীর এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল হলো, ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় বিস্কুট, ১ কোটি ২৩ লাখ ৮৫হাজার ৬১৪ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ঔষধ, তিনটি মোবাইল ফোন, একটি ইঞ্জিল চালিত স্ট্রিলবডি নৌকা, একটি মোটর সাইকেল Yamah V3 Abs ও একটি কাভার্ডভ্যান। সব মিলিয়ে ১ কোটি ৩০ লাখ টাকার মালামাল জব্দ করেছে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির আলম বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এদিকে, বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, সহকারী কমিশনার (ভূমি) আবু নাসির, সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মঈন উদ্দিন, ছাতক থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির আলমসহ সেনা ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানের সত্যতা স্বীকার করে ছাতক সেনা ক্যাম্প কমান্ডার মেজর জাবির বলেন, চোরাচালান ও অবৈধ কার্যকলাপ রোধে আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে।