• ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে সুনামগঞ্জে  ভ্রাম্যমাণ পরীক্ষা পরিচালনা

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৪
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে সুনামগঞ্জে  ভ্রাম্যমাণ পরীক্ষা পরিচালনা

নিজস্ব প্রতিবেদক:  সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন  স্থানে যেমন সবজী বাজার, মুদিদোকানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রাম্যমাণ পরীক্ষা পরিচালনা করা হয়েছে।

২৯ আগষ্ট  বৃহস্পতিবার দপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ভেজাল খাদ্য দ্রব্য পরীক্ষার মাধ্যমে জেল জরিমানা করবে   এই ভ্রাম্যমাণ আদালত।  খোলা মসলা, সবজী বিভিন্ন দোকান থেকে এনে মোবাইল ল্যাবের মাধ্যমে পরীক্ষা করা হয়। এছাড়াও বিভিন্ন প্যাকেট জাত মসলার ও পরীক্ষার পর কোন ভেজাল পাওয়া যায়নি।

ভ্রাম্যমাণ পরীক্ষা  পরিচালনা করার সময় উপস্হিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: শরীফ উদ্দিন,  ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আল আমীন,  জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, ল্যাব টেকনেশীয়ান ফারজানা খানম মীম প্রমুখ। এর আগে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে তার কার্যালয়ের সামনে এই ভ্রাম্যমাণ পরীক্ষাগার দেখানোর পর শহরের বিভিন্ন স্থানে পরীক্ষা চালানো হয়।  এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসার শরীফ উদ্দিন জানান প্রতি সপ্তাহেই এ কার্যক্রম পরিচালিত হবে উপজেলার বাজারে যাবে