• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৬, ২০২৪
সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:চলো যাই মুক্তি যুদ্ধে দূর্নীতি ও অসংগতির রিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি কোটা আন্দোলনের নামে  ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙ্গানো জাতীয় পতাকা পদদলিত,বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্ছিত ও নির্যাতন,স্বাধীন দেশকে অচল করতে সাধারণ মানুষকে জিম্মি,বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মহাষড়যন্ত্রের প্রতিবাদে মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম এবং স্বাধীনতার স্বপক্ষের  মানববন্ধন কমসূচী পালিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন কমসূচী পালিত হয়।

জানা যায়, শহরের মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সামন থেকে রালী বের হয়ে ট্রাফিক পয়েন্ট হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রদক্ষিণ শেষে আলফাত স্কায়ারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউনিট কমান্ডার নুরুল মমিন, সদর ইউনিট কমান্ডার আব্দুল মজিদ,বীর মুক্তিযোদ্ধা ওয়াসকুরনী, আব্দুল আলী, মুক্তিযোদ্ধার সন্তান জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি নুর হোসেন,সাধারণ সম্পাদক নোমান,সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান জাহাঙ্গীর হোসেন,বিশ্বম্ভরপুর সংসদ সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশীদ মামুন,সাধারণ সম্পাদক শেখ সাদী,যুগ্ম সম্পাদক আবুল কালাম, দিরাই সংসদ সন্তান কমান্ডের সভাপতি শাহজাহান,শাল্লা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সুধাংশু দাস,তাহিরপুর সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, মুক্তিযোদ্ধার সন্তান রুবিনা বেগম,লতিফা আক্তার লাকি,আমেনা বেগম প্রমুখ।