• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে মাদকবিরোধী ওয়ার্কশপ অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৬, ২০২৪
সুনামগঞ্জে মাদকবিরোধী ওয়ার্কশপ অনুষ্ঠিত

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: গণসচেতনতার মাধ্যমে মাদক ও নেশাজাতীয় দ্রবোর অপব্যবহার রোধকল্পে মাদকবিরোধী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে  আদর্শ শিশু শিক্ষা নিকেতনের হল রুমে মাদকবিরোধী গণসচেতনতা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল, জেলা প্রেসক্লাবের সভাপতি  লতিফুর রহমান রাজু,ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টীপ তাপস চিসিম, ওয়ার্ল্ড ভিশন এপি স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটাকশন অফিসার অনুরুপ চিসিম প্রমুখ।

মাদকবিরোধী গণসচেতনতা রোধকল্পে পদ্মা,মেঘনা, যমুনা, কর্ণফুলি, সুরমা, করতোয়া এই ছয়টি গ্রুফ অংশ নেয়। মাদক নির্মলে কি কি করণীয় প্রত্যেক গ্রুপের দলনেতারা আর্ট পেপারে লিখে সবার সম্মুখে আলোকপাত করেন।

বক্তারা বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সহ স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের আরো সচেতন হতে হবে। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীকে মাদক নির্মূলে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে,নয়ত যুব সমাজ ধ্বংস্তুপে পরিণত হবে।