নিজস্ব প্রতিবেদকঃ নৈতিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত আধুনিক শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ❝প্যারাডাইজ একাডেমি❞
আজ ২৫মে শনিবার সকাল ১০ ঘটিকায় একাডেমির কনফারেন্স রুমে সহকারী শিক্ষক রেজাউল করিম আদনান এর পরিচালনায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিসবাহুর রহমান এহসানের কোরআন তেলাওয়াতে এবং ম্যানেজিং কমিটির সভাপতি জনাব, আ.ফ.ম. সালমান সাহবের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে নাতে রাসুল সা: পরিবেশন করে ৯ম শ্রেণির ছাত্র কাওছার আহমদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির ভাইস-প্রিন্সিপাল জনাব মোঃ বোরহান উদ্দিন সাহেব।
উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান মোঃ মকদ্দুছ সাহেব, একাডেমিক বোর্ড অব ফাউন্ডার জনাব আবুল খয়ের এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ । আরো উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক মন্ডলী ও শুভাকাঙ্ক্ষী।
আপনাদের প্যারাডাইজ একাডেমি চায়,,
শিক্ষার্থীদের কে মূল্যবোধ শিখাতে, মানুষের মতো মানুষ হিসেবে গড়তে, প্রত্যেক শিক্ষার্থী যেন সাধারণ শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ও ইসলামী শিক্ষা তথা কুরআন ও সুন্নাহকে আরো ভালোভাবে বুঝতে , শুদ্ধভাবে জানতে পারে, সঠিকভাবে শিখতে পারে, সুন্দর চরিত্র আর আদবকে রক্ষা করতে পারে। যার ভিত্তিতে প্যারাডাইজ একাডেমি; Modern and Moral Education এর উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।