• ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রজব, ১৪৪৬ হিজরি

একজন ঈমামকে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান:আগামীকাল অপারেশন

bilatbanglanews.com
প্রকাশিত মে ২২, ২০২৪
একজন ঈমামকে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান:আগামীকাল অপারেশন

 

বিলাত বাংলা নিউজ:ছাতক উপজেলা রাজারগাঁও নিবাসী ইমাম, ক্বারী মাওলানা মাহমুদ আলীকে বাঁচাতে ভিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁর পরিবার । তিনি খামিছ স্তরের একজন ক্বারী।ছাতক পৌর সভার লেভার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান ঈমাম খতিব তিনি। মাওলানা মাহমুদ আলী তিন সন্তানের জনক।

কিডনি সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি কিডনি জরুরি ভিত্তিতে অপসারন করা প্রয়োজন। তাই তিনি সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হয়েছেন।মসজিদের একজন ঈমাম হয়ে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। ঈমাম ক্বারী মাওলানা মাহমুদ আলীর আর্থিক অবস্থাও তেমন ভালো নয়।

কাজেই তার অবুঝ সন্তানদের লালন-পালন ও নিজের জীবন বাঁচাতে নিরুপায় হয়ে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন। তিনি দেশে-বিদেশে থাকা বিত্তবান লোক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নিকট আর্থিক সহযোগিতা প্রার্থনা করছেন।

আসুন আমরা সবাই নিজ-নিজ অবস্থান থেকে অল্প অল্প করে হলেও এই আলেমকে বাচাতে সহযোগিতা করি।

সকলের সহযোগিতা ক্বারি মাওলানা মাহমুদ আলী সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। মহান আল্লাহতায়ালা যেন ইসলামের এই দাওয়াতকারীকে সুস্থতা দান করেন। আমিন…..

নিচের নাম্বারটি ক্বারী মাওলানা মাহমুদ আলীর বিকাশ পার্সোনাল নাম্বার । +8801720908910

#### সাহায্য পাঠিয়ে দয়া করে ইনবক্স করবেন ####