• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রতীক বরাদ্ধের পরপরই চপলের মোটরসাইকেল শোডাউন

bilatbanglanews.com
প্রকাশিত মে ২০, ২০২৪
প্রতীক বরাদ্ধের পরপরই চপলের মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচনে আজ ২০ ,মে প্রার্থী দের প্রতীক বরাদ্ধের দিন ছিল। সকাল ১০ টায় জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আল মুজাহিদ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন। এদিকে প্রতীক বরাদ্ধের পরপরই সুনামগঞ্জ সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল নিজ বরাদ্দ প্রাপ্ত প্রতীক মোটরসাইকেল মার্কার পক্ষে একটি বিশাল শোডাউন করেন। সুনামগঞ্জ শহরের জেলা পরিষদ রেস্ট হাউসের সামনে থেকে মোটরসাইকেল শোডাউন টি শুরু হয়ে বক পয়েন্ট. কাজীর পয়েন্ট. উকিল পাড়া বাজার. পুরাতন বাসস্ট্রেশন হয়ে গৌড়া রং গিয়ে শেষ হয়। এ সময় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ কান্তি দাশ. এডভোকেট আমিনুর রশিদ রনক. সিতেষ তালুকদার মঞ্জু. সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু. সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু. সুনামগঞ্জ সদর যুবলীগ সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল. সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ. জেবুল মিয়া. কাওছার আহমদ. পিন্টু বনিক. পৌর যুবলীগ যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইমন. সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি দীপংকর দে. সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন. সুনামগঞ্জ সদর ছাত্রলীগ সভাপতি পলাশ সাধারণ সম্পাদক শাফায়াত জামিল. রিমন আহমদ. আলী হোসেন. অনিক. সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।