• ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ জেলার মধ্যে ফলাফলে এবারও সেরা ছাতকের সাউথ ওয়েস্ট স্কুল এন্ড কলেজ

bilatbanglanews.com
প্রকাশিত মে ১৪, ২০২৪
সুনামগঞ্জ জেলার মধ্যে ফলাফলে এবারও সেরা ছাতকের সাউথ ওয়েস্ট স্কুল এন্ড কলেজ

নিজস্ব প্রতিবেদক:২০২৪ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরিক্ষায় ৩৩ টি জিপিএ-৫, সহ শতভাগ ফলাফল অর্জন করে টানা পঞ্চম বারের মতো সুনামগঞ্জ জেলার মধ্যে সেরা হয়েছে ছাতক উপজেলার সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ।

এবারে অংশগ্রহণকারী ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৪৭ জন এ এবং ৫ জন এ মাইনাস পেয়ে শতভাগ ফলাফল করে অর্জন করে এ প্রতিষ্ঠানটি কৃতিত্বের ধারা অব্যাহত রেখেছে।

ছাতকের জাউয়া বাজার সাউথ ওয়েস্ট ওয়েলফেয়ার ট্রাষ্ট কর্তৃক পরিচালিত এই স্কুল এন্ড কলেজটি তাদের কৃতিত্বপূর্ণ ফলাফল করে সুনামগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার বিদ্যালয়েরঅভিজ্ঞ শিক্ষক মন্ডলী,ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ,স্কুল পরিচালনা পর্ষদ ও ট্রাষ্টিবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন,ছাতক-দোয়ারার সংসদ-সদস্য মহিবুর রহমান মানিক,ছাতক উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান,ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় এবং ট্রাষ্টের চেয়ারম্যান মোহাম্মদ নাসিম হোসাইন।