নিজস্ব প্রতিবেদকঃছাতকের আলোকিত পরিবারের কৃতি সন্তান আহমেদ মাহবুব লাজিম যুক্তরাজ্যের নর্থ লন্ডনের হ্যারিংগে কাউন্সিলের ডেপুটি মেয়র মনোনিত হয়েছেন।
যুক্তরাজ্যে জন্ম ও বেড়ে ওঠা লাজিম শিক্ষা জীবনে এক মেয়াদে লন্ডনের বিখ্যাত কুইন্স ইউনিভার্সিটির ছাত্র সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জনসেবার ব্রত নিয়ে সাধারণ মানুষের সাথে কাজ করার সুযোগ করে নিয়েছেন।
আহমেদ মাহবুব লাজিম ছাতকের মল্লিকপুর গ্রামের বাসিন্দা,ছাতক মধ্য বাজারের দারুস সালামের বর্তমান বাসিন্দা,ভাষা সৈনিক,আলোকিত মানুষ, বিশিষ্ট সমাজ সেবক ডা. গোলাম মন্তকার নাতি ও ব্যারিস্টার গোলাম জিলানী মাহবুবের বড় ছেলে।
আহমেদ মাহবুব লাজিম,বিশিষ্ট রাজনীতিবিদ যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুল মাহফুজ শিপলু, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী গোলাম আম্বিয়া মাজকুর পাবেল ও ডা. গোলাম রব শোয়েবের ভাতিজা।