এনামুল হক, বার্মিংহাম থেকে :যুক্তরাজ্যের বার্মিংহাম সিটির বলসল হিথ এলাকায় অবস্থিত সেন্ট পলস স্কুলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সোমবার বেলা তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বলসল হিথের ক্লিফটন রোডে অবস্থিত সেন্টপলস স্কুলের মূল ভবন ঘেষা বিল্ডিংয়ে আগুনের লেলিহান শিখা। আগুনের ধোয়ায় অন্ধকার হয়ে যায় গোটা এলাকা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চব্বিশ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
বেশ কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা।
কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল এবং ক্ষয় ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে তা জানা যায় নি। তবে শিক্ষক, শিক্ষার্থীরা নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করেই বলা যাবে ক্ষতির পরিমাণ ও কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল।
স্কুলে আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঐ এলাকায়। অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঐ এলাকার বেশ কয়েকটি রোড বন্ধ করে দেয় পুলিশ। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।