লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ : সুনামগঞ্জের দেখার হাওরের বোরোধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড আব্দুস শহীদ।
শুক্রবার সকাল ১১ টায় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণ শ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের পাশে দেখার হাওরের ধান কেটে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন। এসময় কৃষিমন্ত্রী বলেন, সরকারি ভাবে ধানের দাম নির্ধারনে মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে সেখানে ধানের দাম নির্ধারন করা হবে। এতে কৃষকের স্বার্থ রক্ষা করা হবে। কৃষক যাতে ধানের ভাল দাম পায় সেদিকে খেয়াল রাখা হবে । ধানের দাম নিয়ে কেউ যেন সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে দিয়ে কৃষকের ক্ষতি করতে না পারে সে বিষয় সরকার সজাগ দৃষ্টি রাখছে। পর্যাপ্ত পরিমাণে ধান কাটার মেশিন দেয়া হয়েছে। সারা দেশে সাড়ে চার হাজার কম্বাইন হারভেস্টার মেশিন কাজ করছে এবং সুনামগঞ্জ জেলায় আট শতাধিক। মেশিনের কোন সংকট হবেনা। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের কল্যাণ কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু ও কৃষি ও কৃষক কে ভাল বাসতেন. । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষক দের নিয়ে চিন্তপ করেন। তিনি আরও বলেন আগাম জাতের ধানের চাষ করতে হবে এতে আগে ধান কর্তন করা যাবে। পরে মন্ত্রী কৃষকদের কাছে কম্বাইন্ড হারভেস্টারের চাবি তুলেদেন। চাবি হস্তান্তরের পরে আলোচনা সভায় যোগদেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ মান্নান সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ড মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ ১ আসনের সংসদ এডভোকেট রনজিত চন্দ্র সরকার, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষিমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড মলয় চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস,
পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ. সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিন. সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল. তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধ, চৌধুরী বাবুল. ।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম। পানি সম্পদ সচিব নাজমুল আহসান দেখার হাওরের জলাবদ্ধতা দূর করতে একটি স্লূইস গেট নির্মাণ করার ঘোষনা দেন।