• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে একুশে টেলিভিশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৪
সুনামগঞ্জে একুশে টেলিভিশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি:একুশে টেলিভিশনের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে কেক-কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৪ এপ্রিল) রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌর বিপনী মার্কেটের ২য় তলায় একুশে টেলিভিশনের জেলা অফিসে কেক-কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো: আব্দুস সালাম’র সভাপতিত্বে ও জিটিভির সুনামগঞ্জ প্রতিনিধি সেলিম আহমেদ’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সুনামগ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রওনক আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইমরানুল হক চৌধূরী, বাসস’র প্রতিনিধি আল হেলাল, দৈনিক জালালাবাদ’র প্রতিনিধি জসিম উদ্দিন, আরটিভির জেলা প্রতিনিধি শহিদনুর, দৈনিক বাংলাদেশ টুডে’র প্রতিনিধি মিলন আহমেদ বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, রাজধানী টিভির প্রতিনিধি এম. মাহফুজুর রহমান সজিব প্রমুখ।

এসময় বক্তরা বলেন, একুশে টেলিভিশন সব সময় সত্যের পক্ষে কথা বলে, সাহসী কথার সাথে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। আমরা আশাবাদী একুশে টেলিভিশন সামনে আরো ভালো কিছু করতে পারবে। একুশে টেলিভিশনের সফলতা কামনা করি।