• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলার ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২, ২০২৪
সুনামগঞ্জ জেলার ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত

লতিফুররহমানরাজু, সুনামগঞ্জ: হাওরকন্যা সুনামগঞ্জের মাছ, ধান আর গান, সুরমা তীরে এনেছে মুক্তিযুদ্ধের গান এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কায্যালয়ের ফটক থেকে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ছাব্বির আহমেদ আকুঞ্জি, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, লেখক সুখেন্দু সেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান রায়, জেলা প্রেসক্লাবের সভাপতি  লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সাংবাদিক খলিল রহমান প্রমুখ।