• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সিলেটের দুই ভাই বোন যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেলেন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৪
সিলেটের দুই ভাই বোন যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেলেন

সুনামগঞ্জের আদালতে শ্যাম, সিলেটে সূবর্ণা

বিবিএন ডেস্ক:সিলেটের দুই ভাই বোন একসাথে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন। তারা হচ্ছেন যুগ্ম জেলা ও দায়রা জজ শ্যাম কান্ত সিংহ ও যুগ্ম জেলা ও দায়রা জজ সুবর্না সিনহা। তারা দু’জন সম্পর্কে মামাতো ও পিসাতো ভাই বোন।যুগ্ম জেলা ও দায়রা জজ শ্যাম ক্যান্ত সিংহ এর আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন। বর্তমানে তিনি জকিগঞ্জ চৌকি আদালতের বিচারকের দায়িত্বে রয়েছেন। যুগ্ম জেলা ও দায়রা জজ হিসাবে পদোন্নতিপ্রাপ্ত শ্যাম কান্ত সিংহ শিগগির সুনামগঞ্জ জজ আদালতে যোগ দেয়ার কথা।

তাঁর বোন যুগ্ম জেলা ও দায়রা জজ সুবর্না সিনহা পদোন্নতির আগে সহকারী জজ ও সিনিয়র সহকারী জজ পদের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সুনামগঞ্জ আদালতে দায়িত্ব পালন করছেন। যুগ্ম জেলা ও দায়রা জজ সুবর্না সিনহা শিগগির সিলেট জেলা ও দায়রা জজ আদালতে যোগদানের কথা। যুগ্ম জেলা ও দায়রা জজ শ্যাম কান্ত সিংহ ও যুগ্ম জেলা ও দায়রা জজ সুবর্না সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের সম্ভ্রান্ত মণিপুরী পরিবারে। যুগ্ম জেলা ও দায়রা জজ শ্যাম কান্ত সিংহ ও যুগ্ম জেলা ও দায়রা জজ সুবর্না সিনহা দুই সন্তানের জনক ও জননী।

(যুক্তধারা)