• ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ছাগলে মরিচ গাঁছ খাওয়ায় যুবক খুন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৪
সুনামগঞ্জে ছাগলে মরিচ গাঁছ খাওয়ায় যুবক খুন

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জে ছাগলে মরিচ গাছ খাওয়াকে কেন্দ্র করে এক যুবককে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত যুবকের নাম নাইম মিয়া (১৭)।  সে শান্তিগঞ্জ উপজেলার রনসী গ্রামের বশির মিয়ার ছেলে। রবিবার সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। তবে, তাৎক্ষণিক শান্তিগঞ্জ থানার ওসি আটককৃতদের নাম পরিচয় বলতে চাননি।

জানা যায়, রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নিহত নাইম মিয়ার চাচাতো ভাই আছকন্দর আলীর ছেলে জাবেল আহমদের একটি ছাগল প্রতিবেশী অজুদ মিয়ার মরিচ ক্ষেতে ঢুকে গাছ খাওয়া শুরু করে। এসময় প্রতিবেশী অজুদ মিয়ার ছেলে ফুল মিয়া ছাগলের মালিককে অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে সুলফির আঘাতে নাঈম মিয়া মারাত্মক আঘাত পায়। পরে কৈতক হাসপাতাল নিলে গেলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত’র ভাই ছালেক মিয়া বলেন, আমার চাচাতো ভাইয়ের ছাগল মরিচের গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ অজুদ মিয়া, ফুল মিয়া, জাফরুল মিয়া, এমরানুল কয়েছ, রাফিকুল মিয়া সুফিকুল মিয়া সহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করে। একপর্যায়ে তাদের সুলফির আঘাতে আমার ভাই নাইম মিয়ার মৃত্যু হয়। পরে কৈতক হাসপাতালে নিয়া গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রোববার শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদীর হোসেন বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে  পুলিশ ঘটনাস্থল থেকে  ৬ জনকে আটক করেছে। যাচাই বাছাই’র জন্য আপাতত তাদের নাম বলা যাচ্ছে না। থানায় মামলার প্রস্ততি চলছে।