ছাতক প্রতিনিধি:ছাতক উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) ফরিদ আহমদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে ছাতক পৌর শহরের পশ্চিম বাজার পাবলিক খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় নির্বাচন বর্জনের দাবিতে তারা মিছিল ও লিফলেট বিতরণ করছিলেন বলে জানাগেছে । মিছিল খেয়াঘাট এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাঁধা দিয়ে মিছিলটি ছত্র ভঙ্গ করে এই দুই নেতাকে আটক করে।
আটক ফরিদ আহমদ উপজেলার নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,ছনখাইড় গ্রামের হাজী জুবেদ আলীর পুত্র ও আনোয়ার হোসেন একই ইউনিয়নের জয়নগর উত্তর পাড়া গ্রামের মুক্তযোদ্ধা ও সাবেক মেম্বার মনোহর আলীর পুত্র।
উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম।